বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রোববার (২৬ নভেম্বর) জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, পাবনা, মেহেরপুর ও লক্ষ্মীপুরের নানা জায়গায় কর্মসূচি পালন করে তারা।
রংপুর নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এসময় তারা তফসিল বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। এছাড়াও অবরোধের সমর্থনে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, গঙ্গাচড়া এলাকাতেও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
এদিকে জয়পুরহাটে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। দুপুরে জয়পুরহাট-রাজশাহী রোডের কুঠিবাড়ী এলাকায় মিছিল বের করেন তারা।
মেহেরপুর অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি ও ছাত্রদল। রোববার ভোর ছয়টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর থেকে মিছিলটি বের হয়। এ সময় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এদিকে অবরোধের কারণে মেহেরপুর থেকে ঢাকা গামী কোনো পরিবহন ছেড়ে যায়নি।
অপরদিকে পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির নেতা কর্মীরা। মিছিলটি শহরে অনন্ত বাজার এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা অবরোধের সমর্থনে বিভিন্ন শ্লোগান দেয়।
অবরোধের সমর্থনে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রোববার সকালে দালাল বাজার এলাকায় বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় ঢাকা-রায়পুর সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে তারা। এদিন অবরোধের কারণে লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে কোনো দূর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।
এছাড়াও গাইবান্ধায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় বিক্ষোভ করেন তারা।
উল্লেখ্য, রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে আবারও শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘন্টার অবরোধ। যা শেষ হবে মঙ্গলবার ভোরে।
/আরএইচ
Leave a reply