সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিসিবি পরিচালক এ. এম নাঈমুর রহমান দুর্জয়। তার বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সালাম।
এর আগে, দুই বার নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। দুর্জয় কেন আউট হলেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। অনেকেই মনে করেন, এবার ক্রিকেট অঙ্গনের পুরাতনদের সাথে নতুন দুইজন মনোনয়ন পাওয়ায় কপাল পুড়েছে তার। নতুনদের একজন হলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। যিনি মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছেন। তার সাথে মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার-২ আসনে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
আবার অনেকেই বলছেন, দুর্জয়ের আত্মীয় স্বজন ও তার ঘনিষ্টজনদের বিরুদ্ধে অবৈধ মাটির ব্যবসা, চাকুরি বাণিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠায় এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। একই সাথে মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী সকলেই দুর্জয়ের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ করায় তিনি এবার বাদ পড়েছেন বলে মন্তব্যও করছেন কেউ কেউ।
অনেকে বলছেন, দুর্জয়ের আত্মীয়-স্বজন বেশ অর্থ ও প্রভাবশালী। তাদের কারও কারও সাথে সম্প্রতি দুর্জয়ের দুরত্ব তৈরি হয়েছে। তেমন কোনো প্রভাবশালীর ইঙ্গিতেও তিনি মনোনয়ন বঞ্চিত হতে পারেন।
উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয়ের বাবা অধ্যক্ষ এম সায়েদুর রহমানও মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বাবার আসনে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় হতাশ তার কর্মী-সর্মথকরা ।
এএস/
Leave a reply