সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে এক সামরিক ব্যারাকে হামলা ঘটনায় দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এসময় দেশটির নাগরিকদের ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দেশটির সরকার এক বিবৃতিতে জানায়, হামলাকারীরা এসময় অস্ত্রাগার লুটের চেষ্টা করেছিল। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ফ্রিটাউনের উইলবারফোর্স এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকাটিতে অস্ত্রাগার ও বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।
এদিকে কারফিউ ঘোষণার পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারলাইন্সগুলোকে বিমানের ফ্লাইট পুনরায় নির্ধারণ করার আহ্বান জানায়। এছাড়াও এ ঘটনায় দেশটির সীমান্ত বন্ধ করারও নির্দেশ দেয়া হয়েছে দাবি করেছে এক সীমান্তরক্ষী।
/আরএইচ
Leave a reply