দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছাকাছি এবার ভারি অস্ত্রশস্ত্র মোতায়েন করে উত্তেজনা বাড়ালো উত্তর কোরিয়া। এমনকি সীমান্তবর্তী এলাকাটির কয়েকটি পোস্টেই সেনা মোতায়েনেরও অভিযোগ তোলা হয়েছে। খবর এপির।
সোমবার (২৭ নভেম্বর) এ অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। নিজেদের অভিযোগের স্বপক্ষে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে সিউল।
কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার সাথে পাঁচ বছর আগের একটি সামরিক চুক্তি বাতিল করে উত্তর কোরিয়া। এরপরই সেনা মোতায়েনের হুঁশিয়ারিও দেয় দেশটি।
মূলত মহাকাশে নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ ইস্যুতেই উত্তপ্ত কোরীয় উপদ্বীপ। গত মঙ্গলবার (২১ নভেম্বর) সামরিক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করার দাবি করে উত্তর কোরিয়া। প্রতিক্রিয়া স্বরূপ আকাশে নজরদারি বাড়ানোর কথা বলে দক্ষিণ কোরিয়া।
/এএম
Leave a reply