আগামী ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকরা মালয়েশিয়ায় ভিসামুক্ত প্রবেশাধিকার পাবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার (২৬ নভেম্বর) রাতে পিপলস জাস্টিস পার্টির কংগ্রেসে দেয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
সোমবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই দুই দেশের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই মালয়েশিয়ায় থাকতে পারবেন। এছাড়াও এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত চালু থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বিদেশী পর্যটকদের মধ্যে চীন চতুর্থ ও ভারত পঞ্চম স্থানে রয়েছে।
/আরএইচ
Leave a reply