ছবিতে এক নজরে বন্যা ও তুষারঝড়ে বিপর্যস্ত ইউক্রেন-রাশিয়ান সীমান্ত

|

রাশিয়ার ব্ল্যাক সি বন্দরে বড় বড় ঢেউ শহরের সমুদ্রসীমায় আছড়ে পড়ছে। ছবি: বিবিসি।

ভয়াবহ তুষারঝড় আর বন্যায় বিপর্যস্ত ইউক্রেন ও রাশিয়ার সীমান্ত এলাকা। রয়টার্স এ খবর জানায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দক্ষিণাঞ্চলের পাশাপাশি ইউক্রেনের দোনেৎস্ক-লুহানস্ক এলাকায় চলছে মৌসুমি ঝড়ের তাণ্ডব। অন্ধকারে রয়েছে কমপক্ষে দুই লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তুষারঝড় ও শক্তিশালী বাতাসে দুই হাজারের বেশি শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কৃষ্ণ সাগর উপকূলে ২১ ক্রু’সহ রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ নিখোঁজ। চলছে তাদের অনুসন্ধান।
কর্তৃপক্ষ বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওডেসা। বন্দর নগরীটির কোথাও-কোথাও সাড়ে ৬ ফুটের বেশি তুষারপাত হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply