যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন

|

ছবি: আল জাজিরা।

পশ্চিম তীরের একাধিক স্থানে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। সোমবার (২৭ নভেম্বর) রাতে ব্যাপক উত্তাপ ছড়ায় বেইতুনিয়া শহরে। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। অভিযানের নামে আবাসিক এলাকায় তাণ্ডব ও ব্যাপক ধরপাকড় চালায় ইসরায়েলি বাহিনী। জবাবে, ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে ছোঁড়া হয় টিয়ার গ্যাস। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় সড়ক ও স্থাপানা। তাছাড়া গুলিও চালায় ইসরায়েলি সেনারা।

এদিকে, রামাল্লাতেও অভিযান চালায় ইহুদি বাহিনী। দেইর আম্মার শরণার্থী শিবিরে সেনাদের সাথে সংঘাত হয় বাসিন্দাদের। পায়ে গুলিবিদ্ধ হয় দুই ফিলিস্তিনি তরুণ। বর্তমানে, হাসপাতালে চিকিৎসাধীন তারা।

গত আগস্টে, ইসরায়েলি হামলায় নিহত দাউদ আব্দেল রাজ্জাকের বাড়িতে হানা দেয় সেনারা। বাসিন্দাদের বের করে বাড়িটি ঘিরে ফেলে তারা। এরপর বোমা দিয়ে গুড়িয়ে দেয়া হয় ভবনটি।

এর আগে, শনি ও রোববার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু হয় ৮ জন ফিলিস্তিনির।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply