ঋণের সুদহার বেড়েছে

|

বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার আরও বেড়েছে। এর আগে গত রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য নীতি সুদহার বাড়ানো হয়। আর আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে ঋণ বিতরণের ক্ষেত্রে সুদহার আরও দশমিক দুই পাঁচ শতাংশ বেড়েছে।

তাতে ঋণের সর্বোচ্চ সুদহার দাঁড়িয়েছে ১১ দশমিক ১৮ শতাংশ। রফতানি ঋণের সুদহার হবে সর্বোচ্চ ১০ দশমিক ১৮ শতাংশ। রফতাসি ঋণের সুদহার দীর্ঘ সময় পর সিঙ্গেল ডিজিট অতিক্রম করল।

একই সঙ্গে বাড়ছে আমানতের সুদহারও। তবে আগে বিতরণ করা ঋণের সুদের হার অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী ঋণের সুদহারকে বাজারভিত্তিক করা হয়েছে।

বর্তমানে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে সরকারের ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের ভিত্তিতে। বর্তমানে ট্রেজারি বিলের গড় সুদহার ৭ দশমিক ৪৩ শতাংশ। এর সঙ্গে ব্যাংকগুলো আগে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ যোগ করে ঋণের সুদহার নির্ধারণ করতো। ফলে আগে ঋণের সর্বোচ্চ সুদ ছিল ১০ দশমিক নয় তিন শতাংশ।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply