যুদ্ধবিরতির চুক্তির আওতায় পঞ্চম দফায় বন্দি বিনিময় করলো হামাস-ইসরায়েল। মঙ্গলবার (২৮ নভেম্বর) দশজন ইসরায়েলি এবং দুই বিদেশি নাগরিককে মুক্তি দেয় স্বাধীনতাকামী সংগঠনটি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি নারীর ও শিশুকে ছাড়ে নেতানিয়াহু প্রশাসন। এদিন মিসরের রাফাহ সীমান্তে জিম্মিদের রেড ক্রসের সদস্যদের কাছে হস্তান্তর করে আল কাসেম ব্রিগেডের সদস্যরা। মুক্তিপ্রাপ্ত দুই বিদেশি থাইল্যান্ডের নাগরিক।
অপরদিকে, পশ্চিম তীরে পৌঁছায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী গাড়ি। পঞ্চম বার ছাড়ার পরও হামাসের কাছে এখনও আটক রয়েছে ১৬০ জিম্মি। বুধবার ষষ্ঠ দফা বন্দি মুক্তির মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ।
গেল সপ্তাহে, ৫০ জিম্মির বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি মুক্তির প্রেক্ষিতে চার দিনের যুদ্ধবিরতি কার্যকরের চুক্তি হয় হামাস-ইসরায়েলের। পরবর্তীতে মিসর ও কাতারের মধ্যস্থতায় আরও দুই দিন বাড়ে এ মেয়াদ। এর আওতায় এখনও পর্যন্ত ৮০ জিম্মি এবং ১৮০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দু’পক্ষ।
/এআই
Leave a reply