মালয়েশিয়ায় ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৪ বাংলাদেশি আটক

|

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় নিখোঁজ ৪ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে সেদেশের পুলিশ। অভিযোগ, তারা ঘটনা ঘটার পর কাউকে কিছু না জানিয়ে পালিয়ে গিয়েছিল। তবে এখনও আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ বলেন, বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় পেনাংয়ের বায়ান লেপাসে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে দেখা যায় তারা ঘটনার সময় ঘটনাস্থলে ছিল, কিন্তু দুর্ঘটনার ঠিক পরেই তারা পালিয়ে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভবন ধসের ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন। এছাড়াও নিহত বাংলাদেশিদের মৃতদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণ ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়। জানা গেছে, নির্মাণাধীন ভবনের সকল শ্রমিকই ছিলেন বাংলাদেশি।

এদিকে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উদ্ধার অভিযান স্থগিত করে কর্তৃপক্ষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply