উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ছয় গোলের থ্রিলার শেষে নাপোলিকে ৪-২ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
গ্রুপ ‘সি’র পঞ্চম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে খেলতে নেমে ইতালির চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ৯ মিনিটে গোল করেন জিওভানি সিমিওনি। তবে দুই মিনিট পরই দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান রদ্রিগো। আর ২২ মিনিটে বার্নাব্যুর দর্শকদের আবারও উৎসবে মাতান জুড বেলিংহাম।
তবে বিরতির পর খেলতে নেমে ৪৭ মিনিটে নাপোলিকে সমতায় ফেরান জাম্বা আনগুইসা। কিন্তু ১৯ বছর বয়সি আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজের গোলে ৮৪ মিনিটে আবারও লিড নেয় রিয়াল। ইনজুরি সময়ে বেলিংহামের দারুণ পাসে লস ব্লাঙ্কোসদের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন স্ট্রাইকার হোসেলু।
এই জয়ে গ্রুপ পর্বের ৫ ম্যাচের সবগুলোতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। অন্যদিকে, ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সিরি আ’র বর্তমান চ্যাম্পিয়নরা।
/এএম
Leave a reply