রাজশাহী ব্যুরো:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দফতরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। কিন্তু তার হাতে নৌকা তুলে দেয়নি আওয়ামী লীগ। ওই আসনে নৌকা পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মু. জিয়াউর রহমান। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন মাহি। তবে চাঁপাইনবাবগঞ্জে নৌকা চাইলেও তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন রাজশাহী থেকে।
এ বিষয়ে মাহি বলেন, আমার মনে হয়েছে রাজশাহী-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়ার একটি সুযোগ রয়েছে। কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়ে সেজন্য এ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছি। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জে অনেক প্রার্থী রয়েছে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছে না।
/আরএইচ/এনকে
Leave a reply