‘সরকার সুষ্ঠু ভোটে ক্ষমতায় থাকলে শ্রমিকের কথা ভাবতো’

|

সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকলে সরকার শ্রমিকের কথা ভাবতো। যেহেতু তাদের জনগণের ভোটের প্রয়োজন নেই, তাই সরকার শ্রমিকদের অধিকার নিয়ে ভাবে না সরকার— এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১ ডিসেম্বর) প্রেসক্লাবে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না। বিভিন্ন সময় শ্রমিকদের মজুরি যা বাড়ানো হয়েছে, তা দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয়ের সাথে অসঙ্গতিপূর্ণ।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার ভোট ছাড়া ক্ষমতায় থাকতে দেশের আন্তর্জাতিক বাজার ধ্বংসের তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ও শ্রমিকরা বিপদের মুখে পড়বে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচনে না গেলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জেলে নেয়ার ভয় দেখানো হয়েছিল গণঅধিকার পরিষদকে। নির্বাচনে নিতে সরকারবিরোধীদের ব্ল্যাকমেইল করে নির্বাচনের নাটক শুরু করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply