ছবি: ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ছাড়ছেন ফিলিস্তিনিরা

|

ছবি: আল জাজিরা।

গাজায় যুদ্ধবিরতি শেষের পর আবারও শুরু হলো ইসরায়েলের তাণ্ডব। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে উপত্যকায় চালানো আগ্রাসনে প্রাণ গেছে ৫৪ জন ফিলিস্তিনির। চলমান যুদ্ধে, ১ হাজার ৮শ’ শিশুসহ প্রায় ৬ হাজার জন এখনও নিখোঁজ রয়েছে। ছবি: আল জাজিরা। ছবি: আল জাজিরা।
গাজায় শুজাইয়া এলাকার আশেপাশের বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। ছবি: আল জাজিরা।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৫ হাজার ৫শ’ শিশু রয়েছে। ছবি: আল জাজিরা।
ফিলিস্তিনি মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি দখলদারিত্বের জেরে ১ হাজার ২৭০টি গণহত্যা সংগঠিত হয়েছে। ছবি: আল জাজিরা।
দু’মাসের কাছাকাছি চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংস হয়েছে ৬০ শতাংশ আবাসিক ভবন। ছবি: আল জাজিরা।
ইসরায়েলি বাহিনীর দ্বারা বোমা বর্ষণ, মিসাইল, রকেট এবং ড্রোন হামলায় পুরোপুরি বিধ্বস্ত ৫০ হাজারের বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত আড়াই লাখ বাসস্থান। ছবি: আল জাজিরা।
গাজা কর্তৃপক্ষ জানায়, ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর বেশিরভাগই উত্তরাঞ্চলে অবস্থিত। এতে কমপক্ষে ৫০ হাজার পরিবার হারিয়েছে মাথা গোঁজার ঠাই। ছবি: আল জাজিরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply