তেল আবিবে বিক্ষোভ: যোগ দিলেন যুদ্ধবিরতিতে মুক্তি পাওয়া জিম্মিও

|

জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকরা 'হোস্টেজ স্কোয়ারে' একত্রিত হয়েছে। পুরোনো ছবি: এএফপি

হামাসের হাতে বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। শনিবারও (২ ডিসেম্বর) হাজার হাজার মানুষ জড়ো হয় রাজধানী তেল আবিবে। খবর সিএনএনের।

বিক্ষোভকারীদের হাতে ছিলো জিম্মিদের ছবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে গায় জাতীয় সঙ্গীত। সম্মেলনে যোগ দেন যুদ্ধবিরতিতে মুক্তি পাওয়া এক জিম্মিও। ধন্যবাদ জানান বিক্ষোভকারীদের। তিনি দাবি জানান, হামাসের হাতে রয়ে যাওয়া বাকি বন্দিদের দ্রুত মুক্তি নিশ্চিতের। সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

গত ৭ অক্টোবর তেল আবিবে হামাসের নজিরবিহীন অভিযানে জিম্মি হন ২৪০ এর বেশি ইসরায়েলি। ইসরায়েলের পাল্টা আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply