ফিলিপাইনের সুরিগাও দেল সুর এলাকায় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) এর উদ্ধৃতিতে সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ম্যানিলা টাইমস।
ফিভোলক্সের পরিচালক টেরেসিটো বাকলকোল জানান, কাগওয়েট শহরের প্রায় ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে রাত ৩টা ৪৯ মিনিটের দিকে ভূমিকম্পটি ঘটে।
এর আগে, দেশটিতে গত দুই দিনে তিনটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। শনিবার (২ ডিসেম্বর) রাতে দুই ঘণ্টার ব্যবধানে দেশটিতে ৭ দশমিক ৫ মাত্রা ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়। পরদিন স্থানীয় সময় সন্ধ্যায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
/আরএইচ/এনকে
Leave a reply