বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরী ৬টি অত্যাধুনিক বায়রাক্টার টিবি-২ ড্রোন। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস চট্টগ্রামে ড্রোনগুলোর উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আধুনিক এই ড্রোনগুলো এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সক্ষমতা দেখিয়েছে। ফলে বিশ্বব্যাপী বেড়েছে চাহিদা। ড্রোনগুলো ঘন্টায় সর্বোচ্চ ২২২ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং ২৫ হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম। উড়তে পারে টানা ২৭ ঘন্টা পর্যন্ত। বেজ স্টেশন থেকে তিনশ কিলোমিটার দূর পর্যন্ত চালানো যায় এই ড্রোন।
টিবি-২তে এমন সেন্সর রয়েছে যাতে করে জিপিএসের ওপর পুরোপুরি নির্ভর না করেও ন্যাভিগেশন করা যায়। ফলে এখন স্বশরীরে হাজির না থেকেও অনেক দূর থেকেই টার্গেট পর্যবেক্ষণ করা যাবে। এটি সাতশ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এই ড্রোন সংযুক্তির ফলে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সেনাবাহিনীর সক্ষমতা আরও বেড়েছে বলে মনে করছে সেনাবাহিনী।
আগামীতে নিজেরাই ড্রোন উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এএস/
Leave a reply