গাজায় ক্রমাগত হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বাদ যাচ্ছে না পশ্চিম তীরও। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও দুই ফিলিস্তিনি কিশোরের। এতে আহত হয়েছেন কমপক্ষে সাত জন। খবর আল জাজিরার।
আল ফারা শরণার্থী শিবির ও তাম্মৌন শহরে হয় হতাহতের ঘটনা। এছাড়াও সাজোয়া যান নিয়ে টহল চলছে পশ্চিম তীরের অন্যান্য শহরেও। রাতভর শোনা যায় গোলাগুলি ও বিস্ফোরণের আওয়াজ।
এদিন জেনিনে শরণার্থী শিবিরে তল্লাশির পাশাপাশি পথে পথে নিরাপত্তা চৌকি বসানো হয়। অ্যাম্বুলেন্স আটকে রেখেও তল্লাশি চালায় ইহুদি সেনারা। এ সময় ১৮ জনকে আটক করা হয়।
গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিম তীরে হামাস বিরোধী অভিযানে নামে ইহুদি বাহিনী। তবে অভিযানের নামে সেখানে বেড়েছে হামলা ও ধরপাকড়। শুধু পাশ্চিম তীরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬০ ফিলিস্তিনির।
এসজেড/
Leave a reply