বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট ছেড়েছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান শাহজাহান ওমর। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করার সময় বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েন তিনি। পরে পুলিশ প্রটেকশনে আদালত চত্বর ছাড়েন তিনি। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা তার বিরুদ্ধে স্লোগান দেন। তাকে ‘বেইমান’, ‘দালাল’ বলে গালাগাল করেন।
এর আগে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শাহজাহান ওমর। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তিনি।
উল্লেখ্য, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ২৯ নাশকতা মামলা থেকে জামিন পেয়ে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র তোলেন। পরে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।
/এএম
Leave a reply