দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

|

প্রতীকী ছবি।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষণা অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৭৫০ টাকা। আর এই ক্যাটাগরির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায়।

বুধবার (৬ ডি‌সেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাল বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) থেকে নতুন এই দর কার্যকর করা হবে।

এর আগে, রেকর্ড দাম বাড়িয়ে প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের ৮৮ হাজার ৪৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।

/এএস/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply