আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এবার লাস ভেগাসে নেভাদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে তিনজন। এ ঘটনায় আহত পুলিশসহ চারজন। গুরুতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের অভিযানে নিহত হয়েছে হামলাকারীও। খবর সিএনএন এর।
বুধবার (৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে হয় এ ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, নেভাদা বিশ্ববিদ্যালয়ের মূল গেট দিয়ে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ।
এরই মধ্যে ছাত্র ইউনিয়ন ভবনে আরেক দফা গোলাগুলি শুরু করে হামলাকারী। এ সময় সন্দেহভাজনকে ধাওয়া করে ক্যাম্পাস পুলিশ। পরে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। এ ঘটনার পর দক্ষিণ নেভাদার সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ওই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এসজেড/
Leave a reply