গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালানোর পর থেকেই আলোচনা শুরু হয় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে নিয়ে। তাকে সবচেয়ে নিষ্ঠুর ও ধুরন্ধর মানুষ হিসেবে আখ্যা দিয়েছিল ইসরায়েলি বাহিনী। এবার আলোচিত সেই নেতার বাড়ি ঘেরাও করে রাখার দাবি জানিয়েছে তেলআবিব। খবর দ্য গার্ডিয়ানের।
বুধবার (৬ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিনওয়ার বাড়ি থেকে পালিয়ে গেলেও, তাকে খুঁজে বের করা আমাদের কাছে সময়ের ব্যাপার মাত্র। গাজার যেকোনো জায়গায় পৌঁছে যেতে পারে ইসরায়েলের সেনারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম মাস্টারমাইন্ড বলে মনে করা হয় ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারকে। তবে তিনি কোথায় আছেন তা নিয়ে আছে ধোঁয়াশা। কোনো কোনো সূত্র বলছে, গাজাতেই একটি গোপন সুড়ঙ্গে অবস্থান করছেন সিনওয়ার। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ-আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি অবশ্য একাধিকবার সিনওয়ারকে মৃত ব্যক্তি বলে উল্লেখ করেন।
এসজেড/
Leave a reply