কিশোরগঞ্জ করেসপনডেন্ট:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি দানবাক্স খুলে মিলেছে ২৩ বস্তা টাকা। সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা, রৌপ্য ও স্বর্ণালঙ্কার। তিনমাস ২০ দিন পর শনিবার (৯ ডিসেম্বর) দানবাক্সগুলো খোলা হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে সকাল সাড়ে ৭টার দিকে দানবাক্সগুলো খোলা হয়। এখন গণনা চলছে। গণনায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মসজিদ-মাদরাসা ও এতিমখানার দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ জন সদস্যও রয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এর আগে চলতি বছরের ১৯ আগস্ট মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৩টি বস্তায় রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা, বৈদেশিক মুদ্রা, সোনার গহনা ও হীরা পাওয়া গিয়েছিলো। এবার একটি বাক্স বাড়ানো হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটি জানায়, পাগলা মসজিদের এসব দানের অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়।
/আরএইচ/এনকে
Leave a reply