দুর্নীতি কাঙ্ক্ষিত উন্নয়নে বাধা, তবে দুর্নীতি সহনীয় পর্যায়ে আছে বলেই দেশে বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে— এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বললেন, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য মেগা প্রকল্পগুলোতে দুর্নীতি করা সম্ভব হয়নি।
শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। বঙ্গবন্ধু কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। বর্তমান সরকারও দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দুর্নীতি প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে সতর্ক থাকতে এ সময় আহ্বান জানান তিনি।
মো. সাহাবুদ্দিন আরও বলেন, দুদককে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা পালনে করতে দুদককে নিজস্ব আইনজীবী প্যানেল গঠন করতেও আহ্বান জানান তিনি।
/আরএইচ/এমএন
Leave a reply