৩৩ রানে তিন উইকেট হারিয়ে হারের শঙ্কায় নিউজিল্যান্ড

|

বাংলাদেশের দেয়া ১৩৭ রানের টার্গেটে খেলতে নেমে ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে হারের শঙ্কা উঁকি দিচ্ছে নিউজিল্যান্ড শিবিরেও।

শনিবার (৯ ডিসেম্বর) ঢাকা টেস্টের চতুর্থ দিনে টাইগারদের লক্ষ্য ছিল লিড বাড়ানোর। সকালের শুরুটাও ছিল দারুণ। তবে বিপত্তি ঘটে ১৫তম ওভার থেকে। মোমিনুলের আউট দিয়ে সাজঘরে ফেরা শুরু হয় টাইগারদের। এক প্রান্ত আগলে থাকা জাকির করেছেন ৫৯ রান। এছাড়া আর কোনো ব্যাটার উইকেটে টিকে থাকতে পারেনি। ফলে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৪৪ রানে। কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৭।

জবাবে ব্যাট করতে নেমে ৩৩ রানেই ৩ কিউই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছে মিরাজ-তাইজুলরা। ওপেনার ডেভন কনওয়েকে ২ রানে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলে সাজঘরে পাঠান পেসার শরিফুল ইসলাম। বাকি দুই উইকেন নেন দুই স্পিনার।

কেন উইলিয়ামসনকে ১১ রানে শিকার করেন তাইজুল ইসলাম। আরেক ব্যাটার হেনরি নিকোলসও করতে পারেননি বেশি রান। ৩ রানেই তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন মেহেদি মিরাজ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply