কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে প্রথম আইন করলো ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) এ আইনের বিষয়ে সম্মত হন ইইউ কর্মকর্তারা। ইউনিয়নভুক্ত ২৭টি দেশের কর্মকর্তারা দীর্ঘ ৩৬ ঘণ্টা আলোচনার পর এ আইনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছান। খবর বিবিসির।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, চ্যাটজিপিটি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো এআই প্রযুক্তিগুলো ব্যবহারের বিষয়ে আলোচনা হয় কর্মকর্তাদের মধ্যে। আইনটির ব্যাপারে সপ্তাহজুড়েই আলোচনা চলছিল ইউনয়নে। তবে এখনও আইনটির বিষয়ে বিশদ বিবরণ দেননি তারা।
জানা গেছে, মানুষের অধিকার নিশ্চিত হবে এই আইন দ্বারা। আইনটিতে উঠে আসবে এআই-এর নিরাপদ ব্যাবহারের বিষয়টিও। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই প্রযুক্তি কতটুকু ব্যবহার করতে পারবে তারও সীমা নির্ধারণ করে দেয়া হবে।
আগামী বছরের শুরুর দিকে এই এআই অ্যাক্ট চালুর বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে। তবে আইনটি কার্যকর হতে সময় লাগবে অন্তত ২০২৫ সাল পর্যন্ত।
এসজেড/
Leave a reply