বিশ্বকাপ ফাইনালের পিচকে ‘গড়পড়তা’ বললো আইসিসি

|

ফাইল ছবি

২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হয়েছিলো ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ওই পিচকে গড়পড়তা রেটিং দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। চলতি সপ্তাহে আইসিসি পুরুষ ও নারীদের ক্রিকেটের পিচের রেটিং হালনাগাদ করেছে।

সব মিলিয়ে বিশ্বকাপের পাঁচ ভেন্যুর আটটি ম্যাচের উইকেট ‘গড়পড়তা’ রেটিং পেয়েছে। যেখানে স্বাগতিক ভারতের ছিল পাঁচটি ম্যাচ। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হওয়া ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালের পিচ ‘ভালো’ রেটিং পেয়েছে। এই ম্যাচের আগে পিচ পরিবর্তন নিয়ে ভারতের বেশ সমালোচনা হয়েছিলো।

ধরমশালায় বিশ্বকাপের পাঁচ ম্যাচের চারটির আউটফিল্ডকেও গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। সাধারণত ম্যাচ রেফারি উইকেটকে ‘খুব ভালো’, ‘ভালো’, ‘গড়পড়তা’, ‘গড়পড়তার নিচে’, ‘বাজে’ ও ‘অযোগ্য’ রেটিং দেন। শুধুমাত্র গড়পড়তার নিচে, বাজে আর অযোগ্য পিচকেই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply