যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেয়ায় যুক্তরাষ্ট্রকে সাধুবাদ ইসরায়েলের

|

জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দেয়ায় বাইডেন প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে ইসরায়েল। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোটাভুটির পর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেতানিয়াহু প্রশাসন। খবর বিবিসির।

বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, অবিচলভাবে তেলআবিবকে সমর্থন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এ জন্য ইসরায়েলের জনগণ যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানায়।

জাতিসংঘে ওঠা যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘বিকৃত প্রস্তাব’ আখ্যা দিয়ে তেলআবিব বলে, এই প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে পুরো বিষয়টিকে ভুল দিকে চালনার চেষ্টা করছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলের পক্ষ নিয়ে সাহসী অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতেও মিত্রর কাছ থেকে এই ধরনের সমর্থন প্রত্যাশা করেছে তেলআবিব।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply