সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।। শনিবার (৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে সেখানে কোনো ধরনের ফেরি ও লঞ্চ চলছে না।
এ সময় তীরে ভীড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ৪টি ফেরি। ফেরিগুলো হচ্ছে, হাসনা হেনা, বনলতা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও গোলাম মওলা। এছাড়াও দুই পারে দুইশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের(বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদ নেওয়াজ জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই নদীতে ঘনকুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে এর তীব্রতা বেড়ে নৌ চলাচল অনুপযোগী হয়ে পড়ে।ফলে দুর্ঘটনা এড়াতে রাত সোয়া একটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।এসময় মাঝ নদীতে হাসনা হেনা, বনলতা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও গোলাম মওলা নামে চারটি ফেরি আটকা পড়েছে।
কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান খালেদ নেওয়াজ। একই সময় থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে আরিচা-কাজীরহাট নৌ-রুটেও।
/এমএইচ
Leave a reply