নির্বাচন পর্যবেক্ষণে দেশে আসছেন ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগের প্রতিনিধি

|

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লীগের প্রতিনিধিরা আসবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

তিনি বলেন, জাপানও নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগ্রহ দেখিয়েছে। এজন্য তারা ১৬ জনের একটি তালিকা পাঠিয়েছে। এছাড়া নির্বাচন পরর্যবেক্ষণে আসা ইইউ কারিগরি প্রতিনিধি দল ২১ জানুয়ারি পর্যন্ত দেশে থাকবে বলেও জানান সেহেলী সাবরীন।

নির্বাচন পর্যবেক্ষণে আসা প্রতিনিধি দলের প্রত্যেকের প্রয়োজনীয় কাগজপত্র জমা হয়েছে। এ নিয়ে কাজ চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এ সময় সেহেলী সাবরীন জানান, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূলহোতা দু’জনকে দেশে ফেরানোর চেষ্টা চলছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply