জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালত দেখে পালালেন পেঁয়াজ ব্যবসায়ীরা

|

জয়পুরহাট করেসপনডেন্ট:

জয়পুরহাটে ভ্রাম্যমাণ আদালত দেখেই দোকান ফেলে পালিয়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। সোমবার (১১ ডিসেম্বর) জেলা শহরের নতুনহাট বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত বাজারে প্রবেশ করায় ২০০ টাকা টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। এতে ম্যাজিস্ট্রেট থাকাকালীন ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply