ঘূর্ণিঝড়ের পর এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে যুক্তরাষ্ট্রের টেনেসির প্রায় ৮০ হাজার ঘরবাড়ি। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ১৩ জন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। খবর এবিসি নিউজের।
একটি ড্রোন ফুটেজে দেখা যায়, লন্ডভন্ড লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো ক্লার্কসভিল ও নাসভিল শহর। কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দুই শহরের কয়েক হাজার আবাসিক স্থাপনা। উড়ে গেছে অনেক বাড়ির ছাদ। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু যানবাহন। শহর দুটির স্থানীয় কয়েকটি স্কুলে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। বাস্তচ্যুতদের রাখা হয়েছে সেখানেই। ক্ষয়ক্ষতির শিকার হওয়া বাসিন্দাদের সহায়তা করছে রেড ক্রিসেন্ট।
এবিসি নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঞ্চলগুলোতে আঘাত হানা ঘূর্ণিঝড়টি এখন পূর্ব দিকে মোড় নিচ্ছে। এর সাথে রয়েছে বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কাও।
প্রসঙ্গত, শনিবার (৯ ডিসেম্বর) টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের টেনেসিতে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ছয়জন মারা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
/এএম
Leave a reply