নির্বাচন: প্রচারণা ছাড়া সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধে ইসির সিদ্ধান্ত

|

১৮ ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পর্যন্ত প্রচারণা ছাড়া সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনী কাজ বাধাগ্রস্ত এবং ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে ভোটগ্রহণ পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মসূচি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply