ডর্টমুন্ডের মাঠে অগ্নিপরীক্ষায় পিএসজি

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে পিএসজি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেলে শেষ ষোলোর টিকিট মিলবে ফরাসি জায়ান্টদের। ড্র বা হেরে গেলেও সুযোগ থাকবে দলটির। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অপর ম্যাচ নিউক্যাসল-এসি মিলানের লড়াইয়ের দিকে। আর গ্রুপ সেরা হওয়ার মিশনে এন্টওয়ার্পের বিপক্ষে লড়বে বার্সেলোনা। দু’টি ম্যাচই শুরু হবে রাত দু’টায়। অপর ম্যাচে রাত পৌনে ১২টায় রেড স্টারের আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি।

২০১১-১২ মৌসুম থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রতিটি আসরেই নকআউট পর্বে খেলেছে ফরাসি জায়ান্ট পিএসজি। কিন্তু মেসি-নেইমার বিহীন পিএসজি এবার আছে কঠিন সমীকরণের মুখে। ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করতে হলে দলটিকে পেরুতে হবে বরুশিয়া ডর্টমুন্ড বাঁধা। ১০ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্বে পা রেখেছে জার্মান ক্লাবটি।

এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে যাবে পিএসজিও। বড় ব্যবধানে জিতলে সুযোগ আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ড্র করলেও মিলবে নকআউটের টিকিট। তবে এজন্য অপর ম্যাচে নিউক্যাসলকে হারতে হবে এসি মিলানের কাছে।হারলেও সুযোগ থাকবে পিএসজির। সেক্ষেত্রে ড্র হতে হবে এসি মিলান-নিউক্যাসল ম্যাচ। এর ব্যত্যয় হলে ১ যুগ পর ইউরোপা লিগে নেমে যেতে হবে কিলিয়ান এমবাপ্পের দলকে।

গ্রুপ ‘এইচ’র নিয়মরক্ষার লড়াইয়ে মাঠে নামবে এরইমধ্যে শেষ ষোলো নিশ্চিত করা বার্সেলোনা। বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পের বিপক্ষে জয় পেলে গ্রুপ সেরা হয়ে পরের পর্বে পা রাখবে দলটি।

দুই আসর পর চ্যাম্পিয়নস লিগে খেলা বার্সেলোনা অবশ্য লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে জিরোনার কাছে হেরেছে ৪-২ গোলে। দলে আছে ইনজুরির লম্বা মিছিল। টের স্টেগেন, মার্কো আলোনসো, গাভির চোটের কারণে খেলা অনিশ্চিত। পাশাপাশি রোলান্ড আরাওহো, গুন্দোয়ান, ফ্রাঙ্কি ডি জংদের বাইরে রেখে বেঞ্চের ফুটবলারদের নিয়ে একাদশ সাজাতে পারেন কোচ জাভি হার্নান্দেস।

গ্রুপ ‘জি’র লড়াইয়ে টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে রেড স্টার ক্লাবের আতিথ্য নেবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। আগেই নকআউট পর্বে পা রাখা সিটিজেনদের হয়ে এই ম্যাচে খেলতে দেখা যাবে না আর্লিং হাল্যান্ডকে। পায়ের ইনজুরির কারণে অনুশীলনে ছিলেন না দলটির তারকা স্ট্রাইকার। একই সমস্যায় অনুশীলনে ছিলেন গোলরক্ষক এডারসনও।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply