ভারতে রেল স্টেশনে ভেঙে পড়লো পানির ট্যাংক, নিহত ৩

|

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা:

ভারতে রেল স্টেশনে ভেঙে পড়েছে বিশাল পানির ট্যাংক। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন। এতে আহত হয়েছেন ২৭-৩০ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বুধবার (১৩ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের বর্ধমান রেলওয়ে স্টেশনের ২ প্ল্যাটফর্মের ৫৩ হাজার ৮০০ গ্যালন পানি ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল এই ট্যাংক ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, এদিন সকালে হঠাৎ ট্যাংকটি প্ল্যাটফর্মের শেডের ওপর ভেঙে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় শেডের লোহার পাত। এ সময় রেললাইনের ওপর থাকা বড় বড় পাথর ছিটকে প্লাটফর্মে চলে আসে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় হাওড়া মেল লাইনের ট্রেন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আরপিএফ, জিআরপি, বর্ধমান থানার পুলিশ, রেল কর্মকর্তারা।

এএস/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply