‘এসএমএস করে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা’

|

এসএমএসের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। করেছেন নানা অনিয়ম। সাধারণ ভোক্তাদের ঠকিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা— এমন অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (১৩ নভেম্বর) সকালে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।

৭ ডিসেম্বর ভারতের পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণায় হুট করে কেজিপ্রতি দাম ওঠে ২৫০ টাকা পর্যন্ত। তাতে অসাধু সিন্ডিকেট হাতিয়ে নেয় শত শত কোটি টাকা।

এরই প্রেক্ষিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় ট্যারিফ কমিশনের উপ-প্রধান রায়হান ওবায়দুল্লাহ বলেন, আমদানিনির্ভর পণ্যগুলো যাচাই করে দাম নির্ধারণ করার পরও ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে, যা অনৈতিক। আর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভোক্তা অধিকারের এই কার্যক্রম উপজেলা ও গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করা দরকার।

এদিকে, ভোক্তা অধিকার অধিদফতর এ-ও প্রশ্ন তুলেছেন, ব্যবসায়ীরা কারসাজি করলে এফবিসিসিআই কীভাবে চুপ থাকে?

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply