বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের অনুমোদন প্রতিনিধি পরিষদের

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের আনুষ্ঠানিক অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ। বুধবার, অনুষ্ঠিত হয় এ বিষয়ক ভোটাভুটি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিক অনুমোদনের পক্ষে ছিলেন বেশিরভাগ আইনপ্রণেতা। রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে ২২১-২১২ ভোটে পাস হয় প্রস্তাবটি। পুত্র হান্টার বাইডেনের বৈদেশিক বাণিজ্য থেকে প্রেসিডেন্ট জো বাইডেন অবৈধ সুবিধা নিয়েছেন কী না, সেই বিষয়ে তদন্ত করে দেখবে হাউস। এই প্রক্রিয়া শুরু হলেও, এবার মিললো আনুষ্ঠানিক অনুমোদন।

হাউসে অভিশংসনের পক্ষে রায় এলেও, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে পার পেয়ে যাবেন বাইডেন। কারণ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টের উচ্চকক্ষের দুই তৃতীয়াংশ ভোট প্রয়োজন হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply