জাতিসংঘের বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গিয়েছে: তথ্যমন্ত্রী

|

বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কর্মকর্তারা মন্ত্রীর মিন্টু রোড়ের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন। ভোটারদের নিরপদে ভোটদান প্রসঙ্গে জাতিসংঘের বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধেই গিয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এসময় নির্বাচন প্রসংঙ্গে মন্ত্রী বলেন, স্বতন্ত্রদের উপর আওয়ামীলীগের নিয়ন্ত্রণ নেই।

তিনি আরও বলেন, ১৪ দলীয় জোটের মধ্যে যাদের নির্বাচনের সম্ভাবনা আছে তাদেরই আসন দেয়া হয়েছে। জাতীয় পার্টির সঙ্গেও ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানান মন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply