১৪ দলের আসন বণ্টন নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য তার নিজস্ব বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শরিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু একথা বলেন। ইনু বলেন, আমরা চাই আমাদের আরও বেশি আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ। আমরা চাই ছেড়ে দেয়া আসনগুলোতে নৌকা প্রতীকে ও স্বতন্ত্র প্রার্থীদের সরিয়ে নিয়ে কাজ করবে আওয়ামী লীগ। তিনি বলেন, শেষ পর্যন্ত যদি আসন ছাড় না দেয় ও স্বতন্ত্র প্রার্থীরা থাকে, তাহলে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
একই স্থানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন নির্বাচনে জয়ী হবে এমন প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে দল ও জোটের পক্ষ থেকে। তিনি বলেন, আজও শরিকদের সাথে বৈঠক আছে। তাদের দাবি দাওয়া বক্তব্য শুনবে আওয়ামী লীগ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ।
এটিএম/
Leave a reply