পেঁয়াজের বাজারে অস্থিরতা কাটছে না। একদিনের ব্যবধানে মুড়িকাটা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, মধ্যাঞ্চল থেকে সরবরাহ কমায় এই দর বৃদ্ধি। কৃষক পর্যায় থেকে যোগান কমিয়ে দেয়ার অভিযোগ তাদের।
দর বৃদ্ধির তালিকায় আছে আদা-রসুনও। আমদানিতে ভাটা পড়ায় বেড়েছে এগুলোর দাম৷ সপ্তাহের ব্যবধানে আদার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। আর রসুন বিক্রি হচ্ছে আড়াইশ টাকার আশেপাশে।
তবে, অঞ্চল ও বাজারভেদে গরুর মাংসের কেজি সাড়ে ৫শ’ টাকা থেকে সাড়ে ৬শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া, নতুন আলু পুরোপুরি বাজারে আসলেও পুরনো জাতের দাম কমেনি। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
/এমএন
Leave a reply