৫০ দিন পর নয়াপল্টনে বিএনপির কর্মসূচি, জিয়ার সমাধিতেও শ্রদ্ধা

|

বিজয় দিবসে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে ঢাকার নয়াপল্টনে যেমন দলটির কোনো কর্মসূচি ছিল না, তেমনি জিয়ার সমাধিতে যাননি নেতাকর্মীরা। গত ৭ নভেম্বর নিজেদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি স্থগিত করেছিল বিএনপি।

দলের প্রতিষ্ঠার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সরকার স্বাধীনতাকে পরাধীনতায় পরিণত করেছে। তারা প্রকাশ্যে ভোট চুরি-ডাকাতি করে। এদের লজ্জা-শরম বলে কিছু নেই। বুলেট দিয়ে বিরোধীদের প্রতিহত করতে চায়। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবে বিএনপি।

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, অত্যাচারী শাসক দেশ চালাবে জানলে কেউ দেশ স্বাধীন করতে ঝাপিয়ে পড়তেন না।

এরপর, বিজয় শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে ৫০ দিন পর নয়াপল্টলে দেখা মিললো বিএনপির কোনো কর্মসূচি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply