বিয়ের দাওয়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় বাবার মৃত্যু, স্ত্রী-সন্তানসহ আহত ৩

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতদের মধ্যে ৩ জন একই পরিবারের বলে জানা গেছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহা সড়কের তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বসবাসরত গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বাসিন্দা আব্দুস সালাম, তার স্ত্রী এবং ছেলে ফুয়াদকে নিয়ে গতকাল রাতে ঢাকা থেকে বাড়িতে আসে। আজ সকালে বালাসীঘাট থেকে ইজি বাইক যোগে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন তারা। পথে তুলসীঘাট এলাকায় পৌঁছালে তাদের বহন করা ইজি বাইকটি অন্য একটি ইজি বাইককে দ্রুত পাশ কাটিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

ফলে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম (৫৫)। এ সময় ইজি বাইকে থাকা নিহতের স্ত্রী রওশন আরা, ছেলে ফুয়াদ এবং শুকুর আলী নামের অন্য এক যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply