পূর্ব জেরুজালেমে ইসরায়েলি নির্যাতনের শিকার ফটোসাংবাদিক, ছবিতে দেখুন তেল আবিবের বর্বরতা

|

তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সির ফটোসাংবাদিক মোস্তফা আল-খারউফকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ছবি: আল জাজিরা।

তুরস্কের গণমাধ্যমের ফটোসাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’র ওপর। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান যুদ্ধ নিয়ে কাজ করেন আনাদুলু এজেন্সির ফটোসাংবাদিক মোস্তফা আল-খারউফ। প্রতিদিনের মতো, বিভিন্ন ঘটনার ছবি কভার করতে পূর্ব-জেরুজালেমে অবস্থান করছিলেন তিনি। ওয়াদি আল-জোজ এলাকা থেকে রিপোর্ট করার সময় ইসরায়েলি বাহিনী তাকে অন্যায়ভাবে ধরে।

হঠাৎ করেই আইডিএফ’র সেনারা তাকে আটক করে। পরিচয় দেয়ার পরও, বেধড়ক মারধর করে তাকে। মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত করে সেনারা। এরপর তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মারধর ভিডিওতে দেখা যায়, ফটোসাংবাদিককে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে সেনারা।

আনাদোলু এজেন্সির ফটোসাংবাদিক মোস্তফা আল-খারউফকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আল জাজিরা।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতিত হবার পর চিকিৎসকরা সাংবাদিক মোস্তফা আল-খারউফের স্বাস্থ্য পরীক্ষা করছেন। ছবি: আল জাজিরা।
মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছেন সাংবাদিক আল-খারউ। ছবি: আল জাজিরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply