পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে আবারও উত্তপ্ত ইউক্রেন-রাশিয়া রণক্ষেত্র। দোনেৎস্কে ২৪ ঘণ্টায় ২য়বারের মতো রুশ বাহিনীর টার্গেট ইউক্রেনের তেল সংরক্ষণাগার। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, গোলার আঘাতে বিধ্বস্ত হয় একটি অংশ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। জাপোরিঝিয়ায় ইউক্রেনের একটি হেলিকপ্টার ভূপাতিতের দাবিও করে মস্কো।
লুহানস্কে হাইমার্স রকেট লঞ্চার ধ্বংসের দাবি তাদের। এছাড়াও খেরসনে কিয়েভের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার ও সরঞ্জাম টার্গেট করে বোমাবর্ষণ করে পুতিন সেনারা। দোনেৎস্ক, কুপিয়ানস্কসহ বেশ কয়েকটি স্থানে ইউক্রেনের হামলা প্রতিহতের দাবিও করে তারা।
এদিকে আভদিভকা, মারিনকা ও জাপোরিঝিয়ায় রুশ বাহিনীকে ঠেকানোর দাবি করেছে ইউক্রেনও। গত বছর গণভোটের মধ্য দিয়ে দোনেৎস্কসহ ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে মস্কো।
/এআই
Leave a reply