রাজশাহীতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী-৪ আসনের বাগমারা এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেয়র আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বাগমারা ভবানীগঞ্জ গোডাউন মোড়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা-পাল্টা হামলায় জড়ায় দুই পক্ষের সমর্থকরা।

স্থানীয়রা জানান, তাহেরপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ আলীর নেতৃত্বে বর্তমান সংসদ সদস্য এনামুল হকের সমর্থকদের
ওপর হামলা চালায় মেয়র আবুল কালাম আজাদের অর্ধশতাধিক সমর্থক। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে এনামুল হকের সমর্থকরা আসলে দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ বাধে। আহতদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী, সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply