নতুন ফরম্যাটে ফিফা ক্লাব বিশ্বকাপ

|

ছবি: সংগৃহীত

বড় পরিবর্তন আসছে ফিফা ক্লাব বিশ্বকাপে। আগামী বছর থেকে ৩২ দলের অংশগ্রহনে হবে টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা।

নতুন আঙ্গিকে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এই বছরের শুরুতে। পরে জানানো হয়, প্রথম আসর বসবে যুক্তরাষ্ট্রে। সৌদি আরবের জেদ্দায় রোববার (১৭ ডিসেম্বর) সভায় বসে ফিফা কাউন্সিল। এরপরই টুর্নামেন্ট শুরুর তারিখ জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রতি চার বছর পরপর বসবে এই আসর।

নতুন ফরম্যাটের প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ জুন। চলবে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে। ৮টি গ্রুপে ভাগ হয়ে লড়বে ৩২ দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে নক-আউট পর্বে। তবে, নতুন নিয়মে উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী দল সরাসরি খেলবে চূড়ান্তপর্বে।

নতুন ফরম্যাটে ইউরোপের ১২টি, দক্ষিণ আমেরিকার ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর আমেরিকা থেকে খেলবে চারটি করে দল। এছাড়া, ওশেনিয়া থেকে একটি ও স্বাগতিক দেশের চ্যাম্পিয়ন ক্লাব খেলবে ফিফা ক্লাব বিশ্বকাপে। আর, আগামী বছরের প্রথম আসরে সরাসরি খেলবে ২০২১ থেকে ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগজয়ী ক্লাবগুলো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply