এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল-লেবানন সীমান্তে। গেল ২৪ ঘণ্টায় পাল্টাপাল্টি ব্যাপক মিসাইল হামলা চলিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধারা। বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাটার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় তিন যোদ্ধা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এদিন হিজবুল্লাহর সাথে মিলিতভাবে হামলা চালায় লেবাননের হামাস শাখা।
আল-কাসেম ব্রিগেডের দাবি, মঙ্গলবার সীমান্তবর্তী ইসরায়েলি ব্যারাকে অন্তত ১২টি মিসাইল নিক্ষেপ করে হামাস যোদ্ধারা। এর মধ্যে, ছয়টি হামলাচেষ্টা নস্যাতের দাবি করেছে তেল আবিব। দুই সেনা আহত হলেও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। জবাবে পাল্টা আগ্রাসন চালায় ইহুদি সেনারাও। হিজবুল্লাহর স্থাপনা ধ্বংসের পাশাপাশি ঘটে হতাহতের ঘটনাও।
/এআই
Leave a reply