বায়ার্ন মিউনিখের সাথে চুক্তি নবায়ন করেছেন টমাস মুলার। নতুন চুক্তিতে জার্মান ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন এই ফরোয়ার্ড। ক্লাবটির ওয়েবসাইটে মঙ্গলবারের (১৯ ডিসেম্বর) বিবৃতিতে তার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
ক্যারিয়ারের পুরোটা সময় এই ক্লাবেই কাটিয়েছেন মুলার। যুব দলে পারফরমেন্স করে আলো ছড়ান সিনিয়র দলেও। বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৬৮৪টি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। এর মধ্যে ২৩৭টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৬১টি। নিজেদের সেরা খেলোয়াড়কে আরও কিছুদিন ধরে রাখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্লাবটির সভাপতি হের্বার্ট হাইনার।
তিনি বলেন, অনেক মানুষের অবদানে এই বায়ার্ন গড়ে উঠেছে আর সেখানে টমাস মুলারের মতো একজন খেলোয়াড় কখনও আসবে না।
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মুলার। বায়ার্নের হয়েও তিনি জিতেছেন অনেক শিরোপা; ১২টি বুন্দেসলিগা, ২টি চ্যাম্পিয়নস লিগ, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ক্লাব বিশ্বকাপ ট্রফি।
/আরআইএম
Leave a reply