ফরিদপুর-৩: কর্মীদের মারধরের পাল্টাপাল্টি অভিযোগ শামীম ও একে আজাদের

|

ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়

ফরিদপুর করেসপনডেন্ট:
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের নির্বাচনী সমন্বয়ক শোয়েবুল ইসলাম অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের অনুসারীরা তাদের কর্মীদের মারধর করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে তিনি এ অভিযোগ করেন। পরে সন্ধ্যায় নৌকার প্রার্থী শামীম হক সংবাদ সম্মেলন করে পাল্টা অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীরা কর্মীরা তার কর্মীদের ওপর হামলা করেছে।

এ কে আজাদের নির্বাচনী সমন্বয়ক শোয়েবুল ইসলাম অভিযোগ করেন, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারের দুর্গাপুর ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাদের কর্মী আজিজ শেখকে কুপিয়ে আহত করেছে নৌকার সমর্থকরা। তিনি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী শামীম হক অভিযোগ করেন, ঈশান গোপালপুর এলাকায় তার কর্মী রুহুল আমীনকে কুপিয়ে আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। তাকেও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, দুপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে ঈগল মার্কার পোস্টার (এ কে আজাদের প্রতীক) লাগানোর সময় নৌকার সমর্থকদের সাথে মারামারির ঘটনা ঘটে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরএইচ/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply