ভোটের মাঠে নিরাপত্তা পেতে পুলিশ সুপারের কার্যালয়ে হিরো আলম

|

ফাইল ছবি

বগুড়া ব্যুরো:

বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর কার্যালয়ে যান তিনি।

পরে গণমাধ্যমকে হিরো আলম জানান, এর আগে নির্বাচনে তার ওপর হামলা হয়েছে। সেজন্য ভোটের মাঠের নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে এসেছিলেন।

হিরো আলম বলেন, অনেকে এবারের নির্বাচনে ফাঁকা মাঠে গোল দেয়ার চিন্তাভাবনা করছেন। কিন্তু কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেবো না। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকব। শুক্রবার থেকে বগুড়া-৪ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন বলেও জানান তিনি।

২০১৮ সালে প্রথমবারের মতো বগুড়া-৪ আসনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই আসনের উপ-নির্বাচনে ১৯ হাজারের বেশি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply